Site icon Jamuna Television

ছুটি শেষে রাজধানীতে ফিরে খুন হলেন পুলিশ সদস্য

এবার ছিনতাকারীরা হত্যা করলো এক পুলিশ সদস্যকে। শনিবার (১ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তেজগাঁও ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. মনিরুজ্জামন তালুকদার মারা যান।

নিহত মনিরুজ্জামন ঈদের ছুটি শেষে আজই গ্রাম থেকে ঢাকায় ফিরেছেন। সকালে তেজগাঁও রেল স্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে ছিনতাইকারীদের ছুরিকাঘাত নাকি অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিহত মনিরুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

এটিএম/

Exit mobile version