Site icon Jamuna Television

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি কমিশানার খন্দকার গোলাম ফারুক । ফাইল ফটো

দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি তবে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশানার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরনে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এটি নির্মূলে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে ভারত।

নিহতদের স্মরণে গুলশানে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

এটিএম/

Exit mobile version