
ভারতের আসামে সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ ক্ষমতার মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। নাগরিকত্ব তালিকা- এনআরসি’র চূড়ান্ত সংস্করণ প্রণয়ন ও প্রকাশের কাজ নির্বিঘ্ন করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, বর্তমানে পুরো রাজ্যে অস্থিরতা বিরাজ করছে। তাই এনআরসি হালনাগাদ প্রক্রিয়া অব্যাহত রাখতে, সতর্কতামূলক এ পদক্ষেপ।
গেলো বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আসাম ও মনিপুরে উগ্রবাদ ঠেকাতে বিশেষ ক্ষমতা পায় সশস্ত্র বাহিনী। মেয়াদ বৃদ্ধির ফলে আসামে এ সিদ্ধান্ত কার্যকর থাকছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে, রাজ্যের চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন ও সেসব যাচাই-বাছাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত পিছিয়েছে সে তারিখ। চূড়ান্ত নাগরিকত্ব তালিকা প্রকাশের আগে খসড়া থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে ১০ শতাংশের তথ্য পুনর্যাচাইয়েরও নির্দেশ দিয়েছেন আদালত। চলতি বছরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশের কথা আছে।
যমুনা অনলাইন: টিএফ
 
				
				
				
 
				
				
			


Leave a reply