
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । ফাইল ছবি।
বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ব্রিকসে যোগদান নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য অজ্ঞতা ছাড়া কিছুই নয়।
শনিবার (১ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নেতারা ভুলে গেলেও দেশের মানুষ তাদের সেই সহিংসতার কথা ভুলে যায়নি। নিজেদের অপকর্ম আড়াল করতেই বিএনপি সবসময় অপপ্রচার চালায় বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াতে ইসলাম বাংলাদেশ, ফুলেফেঁপে বিষবৃক্ষে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামকে বিএনপি’র বি-টিম বলেও দাবি করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply