ক্ষমতা হারানোর ভয়ে সরকার তালগোল পাকিয়ে ফেলছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ জনগণকে কৃতদাস মনে করে।
শনিবার (১ জুলাই) কালে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি।
রিজভী আহমেদ বলেন, এবারের ঈদে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। ঈদের দিনেও বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন করা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
ইউএইচ/

