কিছু মানুষ দেশের উন্নয়ন চোখে দেখে না; তাদের জন্য করুণা হয়। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১ জুলাই) সকালে দুই দিনের সফরে গিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।
এর আগে সকালে গণভবন থেকে রওনা দিয়ে তিন ঘণ্টা পর সাড়ে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রথমেই উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (২ জুলাই) সকালে শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এদিন বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ইউএইচ/

