Site icon Jamuna Television

ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ

ঈদের টানা ৫ দিনের ছুটি শেষ। কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখো যাত্রীর চাপ ছিল বেশ।

রোববার (২ জুলাই) সপ্তাহের প্রথম দিনের সকালে তেমন কোনো ভোগান্তি ছাড়াই লঞ্চে করে দক্ষিণাঞ্চলের মানুষদের ফিরতে দেখা গেছে। ভোরের আলো ফুটতে ফুটতেই একে একে ঘাটে ভিড়ে লঞ্চগুলো। সুশৃঙ্খলভাবেই ঘাটে নামেন যাত্রীরা।

রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আবারও জীবীকার তাগিদে ফিরতে হয়েছে তাদের। পরিজনদের সাথে ঈদ শেষে ঢাকায় ফিরতে নদী পথে কোনো ঝক্কি ঝামেলা ছিল না বলে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি নেন। ফলে রাজধানীর পুরো কর্মচাঞ্চল্য ফিরে পেতে কিছুটা সময় লাগবে।

এদিকে রেল ও সড়কপথেও ঢাকায় ফিরছেন অনেকে।

এটিএম/

Exit mobile version