Site icon Jamuna Television

দিনাজপুরে রহস্যজনকভাবে মাটিতে তৈরি হয়েছে গর্ত!

দিনাজপুরে রহস্যজনকভাবে মাটিতে গর্ত তৈরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক দাবি করলেও বিশেষজ্ঞরা জানান, মাটির নিচে পানির স্তর নেমে যাওয়াই এর পেছনের মূল কারণ।

শুক্রবার (৩০ জুন) রাতে সদর উপজেলার উমর পাইল গ্রামবাসীর ঘুম ভাঙে বিকট শব্দে। শব্দের উৎসের দিকে গিয়ে দেখা যায়, রহস্যজনকভাবে মাটিতে তৈরি হয়েছে গর্ত।

ফসলী জমি, বাড়ির উঠানসহ খোলা মাঠের মাটি দেবে গেছে। প্রতিটি গর্তের গভীরতা ৩ থেকে ১০ ফুট। গর্ত সৃষ্টির ঘটনাকে কেউ বলছেন অলৌকিক ঘটনা, কারও কাছে তেলের খনি থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন।

হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের শিক্ষক শাহাদাত খান বলছেন, মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় এমন ঘটনার জন্ম দিয়েছে। যাকে সিংকহোল বলা হয়।

জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সিংকহোলের দিকে নজর রাখার আহবান জানিয়েছেন বিশ্লেষকরা।

এটিএম/

Exit mobile version