ঢাকার পল্লবীতে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। এর কারণে ওই ঠিকাদারের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ, রাজধানীর কালশী মোড়ে মাটি ভরাটের কাজ পাওয়া ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ভাই সাদ্দাম। চাঁদা না পেয়ে শনিবার ঠিকাদার আব্দুল মান্নানের ওপর হামলা চালানো হয়।
জানা যায়, এ ঘটনায় মান্নানের স্ত্রী পল্লবী থানায় ৮ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই আসামিরা মান্নানের বাসায় হামলা চালায়। এ সময় তার ছোট ভাই অন্তরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে রাজধানীর গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইউএইচ/

