Site icon Jamuna Television

ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ নিহতের ঘটনায় গ্রেফতার ৪

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ নিহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছেন একজন।

শনিবার (১ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জড়িত আরও দু’জনকে ধরতে অভিযান এখনও চলছে।

গতকাল ভোরে ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। ছুটি শেষে শেরপুর থেকে কর্মস্থলে ফিরছিলেন তিনি। ভোরে তেজগাঁও রেলস্টেশন থেকে পায়ে হেঁটে ফার্মগেট এলাকায় পৌঁছালে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারিদের কবলে পড়েন তিনি। এ সময় পেটে ও পিঠে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন মনিরুজ্জামানকে।

সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারিরা। প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না কেউ। হত্যাও করা হচ্ছে অনেককে।

এটিএম/

Exit mobile version