Site icon Jamuna Television

ইভিএমে আপত্তি জানিয়ে বৈঠক থেকে বেরিয়ে গেলেন কমিশনার মাহবুব তালুকদার

আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের বিধান করে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন বিষয়ে বৈঠক চলছে নির্বাচন কমিশন কার্যালয়ে। তবে ইভিএম এর ব্যাপারে আপত্তি জানিয়ে বৈঠক থেকে বেরিয়ে গেছেন কমিশনার মাহবুব তালুকদার। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের মুলতবি বৈঠক শুরু হয়।

বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ অংশ নেন। বৈঠক শুরুর আধ ঘণ্টা পর কমিশনার মাহবুব তালুকদার বৈঠক থেকে বের হয়ে যান। এসময় তিনি ইভিএমযুক্ত করে আরপিও সংশোধনের প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেন বলে জানা গেছে। এর আগে গত ২৬ আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version