Site icon Jamuna Television

কে কয়টি টুইট পড়তে পারবে তা নির্ধারণ করে দিলো টুইটার

একজন টুইটার ব্যবহারকারী দিনে কয়টি টুইট পড়তে পারবেন, এর সংখ্যা নির্ধারণ করে দিলো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি। সম্প্রতি টুইটারের মালিক ইলন মাস্ক এক ঘোষণায় এ তথ্যের কথা জানান। খবর বিবিসির।

ইলন মাস্ক বলেন, ডাটা মেনিপুলেশন রুখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ডাটা মেনিপুলেশন বলতে আসলে কী বুঝিয়েছেন, তা ব্যাখ্যা করেননি এই ধনকুবের।

নতুন নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড নয়, এমন অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ১ হাজারটি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৫০০ পোস্ট। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক পোস্ট পড়ার সংখ্যা হবে ১০ হাজার।

ইলন মাস্ক ডাচা স্ক্রিপিং সম্পর্কে খোলাসা করে কিছু না বললেও এর মানে বৃহৎ পরিসরের ডাটা ব্যবহারের ক্ষেত্রে তিনি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহারের চিন্তা করছেন। যার মধ্যে থাকতে পারে ওপেন এআইএর চ্যাটজিপিটি এবং গুগলের বার্ড।

তবে নতুন এই নিয়ম সাময়িক বলেও জানিয়েছেন ইলন মাস্ক।

এটিএম/

Exit mobile version