বিএনপির মূল কর্মসূচি হলো দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন নিয়ে কখনো হাটা কর্মসূচি দেয়, কখনো বসা কর্মসূচি দেয়। তাদের মূল কর্মসূচি হলো দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, নির্বাচন ভণ্ডুল করা। তাদের নেতাদের কথায় স্পষ্ট, তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। তাদের সাথে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে চেয়েছে, সরকার অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, যখন কোনো উৎসব হয়, তখন কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়ায় এটা দুঃখজনক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। ব্যবস্থা নেয়াও হচ্ছে বলে জানান তিনি।
ইউএইচ/

