Site icon Jamuna Television

ভোমরা বন্দরে ভারত থেকে এলো ছয় ট্রাক কাঁচা মরিচ

সাতক্ষীরা প্রতিনিধি:

দেশের বাজারে কাঁচা মরিচের দাম ছুঁয়েছে আকাশ। এ পরিস্থিতিতে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। রোববার (২ জুলাই) সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসা ছয় ট্রাক কাঁচা মরিচ পৌঁছেছে দেশে।

এ প্রসঙ্গে ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানান, ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে ভোমরা স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানির শুরুতে ছয় ট্রাক কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক দেশে এসেছে।

তিনি আরও বলেন, এসব কাঁচা মরিচের কিছু স্থানীয় বাজারে বিক্রি হবে। বাকি মরিচ চলে যাবে রাজধানীতে। এসব মরিচের মূল্য প্রতি কেজির মূল্য কতো হবে সেটি এখনি বলা যাবে না। পরিবহনসহ সব খরচ মিলে ৩০০-৪০০ টাকা হতে পারে।

ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, ঈদের ছুটি শেষে আমদানি-রফতানি কার্যক্রম শুরুর দিনে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছে। দিন শেষে বলা যাবে কতো ট্রাক মরিচ আমদানি হলো। এতে দেশীয় বাজারে মরিচের মূল্য বৃদ্ধির প্রভাব কিছুটা হলেও কমে যাবে।

/এসএইচ

Exit mobile version