Site icon Jamuna Television

গণহত্যা ইস্যুতে সু চি’র নোবেল বাতিল হবে না

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে অং সান সু চি’র নোবেল শান্তি পুরস্কার বাতিল হবে না বলে জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি। এর কারণ হিসেবে, বুধবার কমিটির সেক্রেটারি ওলাভ জোলস্তাদ বলেন, যেকোনো ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়ার কারণ অতীত অর্জন। সু চি-কে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘদিন গণতন্ত্র আর সামরিক শাসন থেকে মুক্তির জন্য তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে। তাই নোবেল প্রদানের নীতিমালা অনুযায়ী, সু চি’র পুরস্কার ফিরিয়ে নেয়া নিয়ম বহির্ভূত হবে।

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত অং সান সু চি’র সরকারের আমলেই নজিরবিহীন নিপীড়নের শিকার হয়েছে রাখাইনের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। সম্প্রতি, রোহিঙ্গাদের ওপর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে দেশটির সেনাপ্রধানসহ শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার বলে মন্তব্য করেছে। গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনা করেছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সুচির।

এরপর আবারও সামনে আসে সু চি’র নোবেল শান্তি পুরস্কার বাতিলের প্রসঙ্গ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version