Site icon Jamuna Television

বিরামপুরে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল চোরের

ফাইল ছবি

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে একটি দোতলা বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জুয়েল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রফেসর পাড়া এলাকার আজিজার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জুয়েলের নামে বিরামপুর থানায় মাদক, চুরি ও মারপিটসহ মোট ছয়টি মামলা রয়েছে। এছাড়াও একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সে সাজাপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, রোববার রাতে প্রফেসর পাড়ায় একটি বাড়িতে চুরি করতে যায় জুয়েল। বাড়ির দোতলার বেলকনিতে প্রবেশের সময় রেলিংয়ে হাত দিলে পল্লী বিদ্যুতের ১১ কেভি মেইনের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। সঙ্গে সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঝলসে যায় এবং ছিটকে দোতলা থেকে নিচের ড্রেনে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ও পড়ে যাওয়ার শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে নিচে এসে লাশ দেখে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন বাসার মালিক। তার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে মৃত অবস্থায় উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ।

ওসি সুমন আরও বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version