Site icon Jamuna Television

কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে প্রাণ গেল ভাইবোনের

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় সেফটিক ট্যাঙ্কে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২) টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার সন্তান। সম্পর্কে তারা আপন ভাইবোন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, রোববার (২ জুলাই) সকালে পরিবারের লোকজনের অজান্তে খেলতে বেরিয়ে ঘরের পেছনে থাকা সেফটিক ট্যাঙ্কে পড়ে যায় শিশু হাসান ও হাবিবা। তাদের না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে সেফটিক ট্যাঙ্কের একাংশ ভাঙা দেখে তাদের সন্দেহ হয় পরিবারের লোকজনের।

পরে ট্যাঙ্কের ঢাকনা ভেঙে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এএআর/

Exit mobile version