Site icon Jamuna Television

সুনামগঞ্জে নৌকাডুবিতে তিন ভাইবোনের মৃত্যু

নিহত তিন শিশু। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে এক পরিবারের তিন ভাইবোন নিহত হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার সন্তান, ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তিন ভাইবোনের হাওরে নৌকায় চড়ে বাড়ি থেকে সড়কে আসতে গিয়ে নৌকাটি ঢেউয়ের কবলে পরে ডুবে যায়। এ সময় তারা নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নৌকা ডুবিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version