Site icon Jamuna Television

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে প্রাণ গেল ভ্যানচালকের

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বারনই নদীতে পড়ে মইনুদ্দিন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৫টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানিয়েছেন, বিকেলে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই রেল ব্রিজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন মইনুদ্দিন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে ধাক্কা খেয়ে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন তিনি। পরে পুলিশের পক্ষ থেকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে নদীতে তল্লাশি শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

এএআর/

Exit mobile version