Site icon Jamuna Television

সন্দেহজনক বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি জুলু রাজা

জুলুর রাজা মিসুজুলু কাজওয়েলিথিন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জুলুর রাজা মিসুজুলু কাজওয়েলিথিনি সন্দেহজনক বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রিন্স মাঙ্গোসুথু বুথেলেজি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি জানান, চিকিৎসার জন্য রাজা দক্ষিণ আফ্রিকার এসওয়াতিনিতে চিকিৎসাসেবা নিতে চেয়েছেন। তবে মিসুজুলুর সুস্বাস্থ্য বজায় রয়েছে বলে জানিয়েছেন রাজার এক সরকারি মুখপাত্র।

গত বছরের অক্টোবরে রাজা মিসুজুলু সিংহাসনে বসেন। তার এ সিংহাসনে আরোহণ ঘিরেই রাজপরিবারের মধ্যে চলছে ভয়ঙ্কর শক্তির লড়াই। মিসুজুলু তার প্রয়াত পিতা রাজা গুডউইল জুয়েলথিনির সঠিক উত্তরাধিকারী নন বলে আদালতে চ্যালেঞ্জও করেছে পরিবারের একপক্ষ।

তবে মিসুজুলুর সন্দেহভাজন বিষক্রিয়ার পেছনে রাজপরিবারের কোনো সদস্যের হাত রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ এখনো এ দাবির বিষয়ে মন্তব্য করেনি।

এএআর/

Exit mobile version