Site icon Jamuna Television

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ জুলাই) রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের হাসেরকান্দি এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের বেশিরভাগই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মান্নান দেওয়ান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসেরকান্দি এলাকায় রুস্তম আলী দেওয়ান ও মান্নান দেওয়ানদের মধ্যে মসজিদের জমি নিয়ে বেশ কয়েকদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মান্নান দেওয়ান, সোনা মিয়া দেওয়ান, মমতাজ বেগম, আশরাফ আলী দেওয়ান, আলকেছ দেওয়ান, লাল মিয়া দেওয়ান, ফজল দেওয়ানসহ অন্তত ১০ জন আহত হন।

এএআর/

Exit mobile version