Site icon Jamuna Television

ফ্রান্সে দাঙ্গা পরিস্থিতি কিছুটা কমে এসেছে

ফ্রান্সে কিছুটা কমে এসেছে দাঙ্গা পরিস্থিতি। রোববার (২ জুলাই) ৬ষ্ঠ রাতের মতো কিছু-কিছু শহরে বিক্ষোভ-সহিংসতা হলেও রাজধানী প্যারিসে ছিল থমথমে পরিবেশ। খবর রয়টার্সের।

এদিনও দেশজুড়ে অন্তত ৪০০ মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত কিশোরের নানি। বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, লুটপাটে লিপ্ত ফরাসিরা মোহাম্মদ নাহেলকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

পরিস্থিতি মোকাবেলায় ৪৫ হাজার পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিক্ষোভকারীদের দমাতে গেলো পাঁচদিনে আহত হয়েছেন দুই শতাধিক নিরাপত্তাকর্মী। তাছাড়া ধরপাকড়ের শিকার হয়েছেন ২৯ হাজারের মতো ফরাসি। যাদের বেশিরভাগই ১৩ থেকে ১৭ বছরের।

গেলো মঙ্গলবার নঁতে শহরে আইন অমান্য করায় ১৭ বছরের কিশোরের দিকে গুলি ছোড়েন ট্রাফিক পুলিশ। ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ নাহেল নামের ওই আলজেরীয় বংশোদ্ভুত ফরাসি। মুহূর্তেই ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা।

এটিএম/

Exit mobile version