Site icon Jamuna Television

ফ্রান্সের রোজেস শহরে মেয়রের বাড়িতে ঢুকে হামলা

ফ্রান্সে চলমান দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মেয়র ভেনসঁ জর্বানের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বন। এ সময় সরকার প্রধানের কাছে দেশে জরুরি অবস্থা জারির আহ্বান জানান তিনি। খবর এপির।

শনিবার (১ জুলাই) মধ্যরাতে ল-হে-লে-রোজেস শহরের মেয়রের বাড়িতে গাড়ি নিয়ে চালানো হয় হামলা। মূল ফটক ভেঙে বাড়িতে ঢুকে পড়েন দাঙ্গাবাজরা। করেন ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় ঘুমিয়ে থাকা মেয়রের স্ত্রী-সন্তানরা গুরুতর আহত হন। অস্ত্রোপচারের পর হাসপাতালেই রয়েছেন মেয়রের স্ত্রী। তিন মাস তিনি হাঁটাচলা করতে পারবেন না।

তাছাড়া সন্তানরাও মানসিক যন্ত্রণা থেকে বেরোতে পারছে না, এমনটা জানান ভেনসঁ। তিনি ফ্রান্সের বিরোধী রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা। জানান, আতঙ্ক আর অসম্মানের মাইলফলকে পৌঁছেছে ফ্রান্স। অবিলম্বে লাগাম টানা উচিত দাঙ্গা-সহিংসতার।

এটিএম/

Exit mobile version