সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় জিহাদ নামে অটোরিকশার এক যাত্রী ও শহরের বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকার চাপায় পথচারী আলমগীর নামে আরেকজন নিহত হয়েছে।
রোববার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিহত হন জামালপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে জিহাদ। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসের ট্যাকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এবং বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আইডিয়াল মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার আলমগীর নিহত হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে জিহাদ বিয়ে করেছে। ঈদের ছুটিতে নববধূকে নিয়ে ঘুরতে বের হলে গোদনাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে জিহাদ ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাকে আহতাবস্থায় উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আলমগীরকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
ইউএইচ/

