Site icon Jamuna Television

গাছের সাথে বেঁধে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের গফরগাঁওয়ে চোর সন্দেহে রিয়াদ নামে এক স্কুলছাত্রকে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড় এলাকায়।

রিয়াদ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উথুরী গ্রামের সৌদি প্রবাসী সাইদুর রহমান শাহীনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উথুরী-ঘাগড়া টাওয়ারের মোড়ে এক মনিহারী দোকানের তালা ভাঙার চেষ্টার অভিযোগে স্কুলছাত্র রিয়াদকে আটক করে কয়েকজন ব্যাবসায়ী। এরপর রিয়াদকে বাজারের পাশের একটি গাছের সাথে বেঁধে বেধড়ক পেটায়। মারধোরের একপর্যায়ে রিয়াদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version