Site icon Jamuna Television

চীনে বন্যা-ভূমিধসে বিপর্যস্ত পূর্ব ও দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি এলাকা

বন্যা ভূমিধসে বিপর্যস্ত চীনের পূর্ব ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। পাহাড়ী এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এখনও চলছে উদ্ধারকাজ। খবর সিসিটিভি’র।

শুক্রবার (৩০ জুন) রাত থেকে টানা ভারি বৃষ্টিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় দেশটির আনহুই ও চংকিং অঞ্চলে। স্থানীয় নদীগুলোর পানি উপচে পড়ে সৃষ্টি হয় বন্যা। তলিয়ে যায় নিচু অঞ্চলগুলো। বিধ্বস্ত অনেক রাস্তাঘাট, সেতু। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। একাধিক স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। জরুরি বিভাগের সহায়তা চেয়ে ফোন করেছে আটকে পড়া বহু মানুষ। তবে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত এলাকায় যেতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। রোববার বৃষ্টি থামলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির।

এটিএম/

Exit mobile version