Site icon Jamuna Television

পদ্মার ৩৬ কেজির বাঘাইড় সাড়ে ৪৭ হাজা‌রে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ৩৬ কেজি ওজনের বিশাল আকৃতির এক‌টি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৪৭ হাজার টাকায়।

সোমবার (৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলাল মন্ড‌লের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৭শ’ টাকায় ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান মিয়া মাছ‌টি কি‌নে নেন। এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় জমায় স্থানীয়রা। পরে মাছ‌টি কু‌ষ্টিয়ার এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মাছ‌টি কি‌নে নেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া বলেন, সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ৎ থেকে ৩৬ কেজি ৫৭৫ গ্রাম ওজনের মাছ‌টি ৪৫ হাজার ৭১৮ টাকায় কিনেছি। পরে মাছটি কু‌ষ্টিয়ার এক বড় ব্যবসায়ীর কা‌ছে ১ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মোট ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছি।

ইউএইচ/

Exit mobile version