Site icon Jamuna Television

আইপিএলে না খেলার পুরস্কার পেলেন সাকিব-লিটন-তাসকিন

ছবি: সংগৃহীত

দেশের হয়ে খেলার কারণে আইপিএলকে ‘না’ বলার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ। বিসিবির পক্ষ থেকে মোট ৭০ লাখ ৫১ হাজার ২৮২ টাকা প্রণোদনা দেয়া হয়েছে তাদের।

সর্বশেষ আইপিএলের ১৩তম আসরের নিলামে দল পেলেও শেষ পর্যন্ত খেলেননি সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও পরবর্তীতে নাম সরিয়ে নেন সাকিব নিজেই। এদিকে কলকাতার হয়ে পুরো আইপিএল খেলতে পারতেন লিটন দাসও। তবে জাতীয় দলের খেলা থাকায় মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়া টাইগার তারকা পেসার তাসকিন আহমেদের আইপিএলে যাওয়ার সুযোগ থাকলেও তিনিও যাননি দেশের খেলা থাকায়। যে কারণে ক্রিকেটারদের বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই টাকা বুঝে পেয়েছেন ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

/এম ই

Exit mobile version