Site icon Jamuna Television

এমিকে বাজপাখি, নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

এমিলিয়ানো মার্টিনেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় মার্টিনেজকে বাজপাখির প্রতিকৃতি, নৌকা আর বঙ্গবন্ধুর বই উপহার দেয়া হয়েছে।

সোমবার (৩ জুলাই) ঢাকায় পৌঁছে তিন ঘণ্টার মতো হোটেলে বিশ্রাম নিয়েই উত্তর বাড্ডায় স্পন্সর প্রতিষ্ঠানের অফিসে যান মার্টিনেজ। সেখানে স্ত্রী-সন্তানসহ মার্টিনেজের সঙ্গে আড্ডায় মেতেছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজ্ঞতার কথা জানান পলক।

তিনি বলেন, আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণপত্র ছিল না, আনুষ্ঠানিক কোনো আমন্ত্রিত অতিথিও তিনি ছিলেন না। এটা একেবারেই ঘরোয়া পরিবেশে হয়েছে। বাংলাদেশ সম্পর্কে জেনেছে। ইন্টারভিউতে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা বলেছে। তরুণদের জন্য অনেক উৎসাহ, উদ্দীপনা, পরামর্শ দিয়েছে। আগামীতে আবারও সে বাংলাদেশে আসতে চায়। আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চায়। বাংলাদেশের সাথে খেলতে চায়। এরকম অসাধারণ আনন্দঘন মুহূর্ত সে আমাদের সাথে শেয়ার করেছে।

আরও পড়ুন: এমিলিয়ানোর দেখা পেয়ে মাশরাফী ‘মহাখুশি’

/এম ই

Exit mobile version