Site icon Jamuna Television

ঢাকায় পুলিশ সদস্য খুন: দায় স্বীকার করে ৩ ছিনতাইকারীর জবানবন্দি

রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন ছিনতাইকারী দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তারা জবানবন্দি দেন।

এর আগে, দুই দিন অভিযান চালিয়ে পুলিশ সদস্যকে হত্যায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, ঘটনার সাথে তিন জন জড়িত বলে প্রমাণ মিলেছে।

গত ১ জুলাই ছুটি থেকে বাড়ি ফিরে বাস থেকে নেমে অন্য গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন নিহত মনিরুজ্জামান। এরপর তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে অতর্কিত হামলা করে ছিনতাইকারীরা

এদিকে, পুলিশ সদস্য খুন এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির কর্মীর ওপর হামলার ঘটনার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে ১৪৫ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএন

Exit mobile version