Site icon Jamuna Television

ফখরুলকে বাজারে গিয়ে দ্রব্যমূল্য পর্যবেক্ষণের অনুরোধ কাদেরের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের বাইরের খবর জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজারে গিয়ে বিএনপির এ নেতাকে দ্রব্যমূল্য পর্যবেক্ষণের অনুরোধ করলেন তিনি।

সোমবার (৩ জুলাই) রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। দেশের মানুষের মধ্যে আনন্দ আছে বলেই এবার গতবারের তুলনায় কোরবানি বেশি হয়েছে। মানুষ আনন্দে থাকলে বিএনপির কষ্ট হয়।

এদিকে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের উপনির্বাচনে মহানগর ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চুকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীনের মৃত্যুতে গত ৪ জুন চট্টগ্রাম-১০ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

/এমএন

Exit mobile version