Site icon Jamuna Television

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় পোপ ফ্রান্সিসের নিন্দা

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এমন কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ ও বিরক্ত বলেও জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ এই ধর্মীয় গুরু। খবর আলজাজিরার।

সোমবার (৩ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইতিহাদ প্রকাশ করে পোপের সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, পবিত্র হিসেবে বিবেচিত যেকোনো গ্রন্থের প্রতি সম্মান দেখানো উচিত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পোপ ফ্রান্সিস জানান, বাক স্বাধীনতাকে কখনোই অন্যদের অবজ্ঞা বা অবমাননা করার উপায় হিসাবে ব্যবহার করা উচিত নয়। এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া নিন্দনীয় এবং এটিকে প্রত্যাখ্যান করা উচিত বলেও জানান তিনি।

বুধবার পবিত্র ঈদুল আজহা পালনের সময় সুইডেনের স্টকহোমের এক মসজিদে ঢুকে পবিত্র কোরআন ছিঁড়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক ও সৌদি আরবসহ মুসলিম বিশ্ব।

ইউএইচ/

Exit mobile version