Site icon Jamuna Television

সাকিবকে রেখেই এশিয়া কাপে ১৫ সদস্যের দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়েছে হাতের আঙ্গুলে আঘাতপ্রাপ্ত সাকিব আল হাসানকে। বাকিরা হলেন- মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবনে এই দল ঘোষণা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

এবার ১৫ সদস্যের দলে রাখা হয়নি সাব্বির রহমানকে। বাদ পড়েছেন ওপেনার বিজয়ও। দলে ফিরেছেন আরিফুল হক। পারিবারিক বির্তকের পরও ঘোষিত দলে রাখা হয়েছে সৈকতকে।

যমুনা অনলাইন: এফএফ

Exit mobile version