Site icon Jamuna Television

ইরানে ৬ মাসে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর: আইএইচআর

ইরানে ২০২৩ সালের প্রথম ৬ মাসে অন্তত ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৩ জুলাই) নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সমাজে ভীতি ছড়াতে দেশটির কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়িয়ে দিয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ইরান হিউম্যান রাইটস বলেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে ইরানে কমপক্ষে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালের একই সময়কালে এ সংখ্যা ছিল ২৬১। অর্থাৎ, চলতি বছরের প্রথম ৬ মাসে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার ৩৬ শতাংশ বেশি।

ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিক্ষোভ-সম্পর্কিত ঘটনায় সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, বিক্ষোভের ঘটনায় গ্রেফতার আরও অন্তত সাতজন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version