Site icon Jamuna Television

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ

ফাইল ছবি।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। যা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

এএআর/

Exit mobile version