Site icon Jamuna Television

জনসম্পৃক্ততার মধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: পিজিআরকে রাষ্ট্রপতি

নিরাপত্তার নামে জনগণ থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং জনসম্পৃক্ততার মধ্যেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; এ কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে বাহিনীটির সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

পিজিআর সদসদ্যের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনসংযোগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

/এমএন

Exit mobile version