Site icon Jamuna Television

ঢাকা-১৭ আসনে এরশাদের পরিকল্পনা বাস্তবায়নে লাঙ্গলে ভোট দেবে মানুষ: জাপা প্রার্থী

ঢাকা-১৭ আসন নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়ন হয়নি। সে পরিকল্পনা বাস্তবায়নে মানুষ লাঙ্গলে ভোট দেবেন, এমন আশা প্রকাশ করেছেন আসনটির উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) সিকদার আনিসুর রহমান।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রচারণা চালানোর সময় এমন আশা ব্যক্ত করেন তিনি। বলেন, ঢাকা-১৭ আসনের বড় একটি অংশই সুবিধাবঞ্চিত। পরিকল্পিত ব্যবস্থা নেয়া হলে এই আসনকে আরও আধুনিকভাবে গড়ে তোলা সম্ভব।

সিকদার আনিসুর রহমান এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। নির্বাচনের দিন সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ করেন তিনি।

/এমএন

Exit mobile version