Site icon Jamuna Television

রমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু, আক্রান্ত ৮

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া, এ হাসপাতালে এখনও ডেঙ্গুতে আক্রান্ত অন্তত ৮ জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার (৩ জুলাই) রমেক হাসপাতালে ভর্তি হন বুলেট। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত বুলেট মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির বাসিন্দা ছিলেন।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগে দুটি ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে সোমবার রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী মঙ্গলবার মারা গেছেন। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হযেছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন আছেন।

রংপুর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। সবাইকে সাবধানতা অবলম্বনের আহ্বানও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version