Site icon Jamuna Television

২০২৫ সাল পর্যন্ত মেসিকে বেতন দেবে বার্সা

ফাইল ছবি

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছিলেন ২০২১ সালে। ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে কিছুদিন আগে মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। কাতালান ক্লাবটি ছাড়ার দুবছর পেরিয়ে গেলেও এখনও অর্থ পাচ্ছেন ন্যু ক্যাম্প থেকে, প্রাপ্তি চলবে ২০২৫ সাল পর্যন্ত। এমন জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোল ডটকমের।

স্পেনের রেডিও স্টেশন কাদেনা সারকে সাক্ষাৎকার দেয়ার সময় লাপোর্তার কাছে জিজ্ঞেস করা হয়, বার্সেলোনার কাছে এখনও মেসির পাওনা বাকি আছে কি-না। জবাবে বার্সেলোনা প্রেসিডেন্ট বলেছেন, ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কারণে চলমান গ্রীষ্মকালীন দলবদলে মেসিকে কোনো চুক্তির প্রস্তাব দেয়া সম্ভব হয়নি।

তবে সেই সঙ্গে হুয়ান লাপোর্তা বলেন, মেসির পারিশ্রমিক বকেয়া আছে। তবে এ বিষয়টি আগের প্রেসিডেন্টের (হোসেপ মারিয়া বার্তামেউ) বোর্ডই ঠিক করেছে আর অঙ্কটাও বেশ বড়। ২০২৫ সালে এই টাকা পরিশোধ করা শেষ হবে। মেসিকে নিয়ম অনুযায়ী আমরা নিয়মিত টাকা দিয়ে যাচ্ছি।

আগামী বছর ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বার্সা। তখন মেসিকে বড় ধরনের সংবর্ধনা দেয়া হবে বলেও জানিয়েছেন লাপোর্তা।

/আরআইএম

Exit mobile version