Site icon Jamuna Television

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগান সিরিজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সর্বোচ্চ টিকিটমূল্য ১৫০০ টাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে।

সিরিজে ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা। রুফটপ হসপিটালিটি বক্সের টিকিটের মূল্যও একই।

ম্যাচের দুই আগ থেকে টিকিট পাওয়া যাবে। টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন সাগরিকার টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান আসন্ন সিরিজের টিকিট।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচের দিন এবং ম্যাচের দুই দিন আগে টিকিট পাওয়া যাবে। আগামীকাল থেকে অনলাইনের মাধ্যমেও (http://ticket.tigercricket.com.bd/registration) টিকিট কিনতে পারবেন আগ্রহীরা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড – ১,৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১,৫০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড – ১,০০০ টাকা
ক্লাব হাউস – ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড – ২০০ টাকা

/আরআইএম

Exit mobile version