Site icon Jamuna Television

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রেখে আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি জানান, এটি আইনে পরিণত হলে সবার জন্য প্রদর্শনীর ব্যবস্থা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সিইসি বলেন, কিভাবে এর ব্যবহার করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেই সংশোধনী আনা হয়েছে। একজন কমিশনার বিপক্ষে মত দিলেও বাকীরা সবাই পক্ষে মত দেয়ায় আরপিও’র এই সংশোধনীর সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।

সিইসি বলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারে ভালো ফল পাওয়ায় এটি জাতীয় নির্বাচনে ব্যবহারের চিন্তা করেছে কমিশন। তবে সামনের জাতীয় নির্বাচনেই যে এই পদ্ধতি ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত নয়।

Exit mobile version