Site icon Jamuna Television

সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড গড়লো বিশ্ব

ছবি: সংগৃহীত

সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড গড়লো বিশ্ব। সোমবার (৩ জুলাই) পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়ায় ১৭ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন প্রকাশ করেছে এ তথ্য। ফারেনহাইট স্কেলে যা ৬২ দশমিক ছয় দুই। এর আগে পৃথিবীর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৬ সালের আগস্টে। সেবার ১৬ দশমিক নয় দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল পৃথিবীর গড় তাপমাত্রা।

গেলো কয়েক সপ্তাহ ধরেই তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। অ্যারিজোনা, টেক্সাসে ৪৮ ডিগ্রী সেলসিয়াসের ওপরে পৌঁছেছে গড় তাপমাত্রা।

উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চীনেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা। গত মাসে প্রচণ্ড দাবদাহের কবলে পড়ে উত্তর প্রদেশসহ ভারতের কয়েকটি রাজ্য। এমনকি এন্টার্কটিকায় চলমান শীতকালেও বেড়েছে তাপমাত্রা।

এএআর/

Exit mobile version