Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে পুড়ছে রাশিয়ার পূর্বাঞ্চল

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে রাশিয়ার পূর্বাঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় সাইবেরিয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর রয়টার্সের।

ইয়াকুশিয়া নামে পরিচিত অঞ্চলটির গর্ভনর জানান, দাবানলে জ্বলছে দেড় লাখ একরের বেশি এলাকা। যা নিউইয়র্ক শহরের তিন-চর্তুথাংশের সমান। ফায়ার ব্রিগেডকর্মীরা তৎপরতা চালালেও ১১০টি জায়গায় এখনো জ্বলছে আগুন। দগ্ধ বা আহত হয়েছেন কমপক্ষে ৬২০ জন। পুড়ে গেছে ৩৩টির মতো যানবাহন।

সম্প্রতি, প্রচণ্ড তাপদাহ এবং বজ্রপাতের কারণে ছড়িয়ে পড়ে দাবানল। আর রাজ্যটির বিশাল অংশই তৃণভূমি। সে কারণে আগুন নেভানো কষ্টকর হয়ে যাচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবেই তুন্দ্রা অঞ্চল হিসেবে পরিচিত সাইবেরিয়ায় এখন নিয়মিত হচ্ছে দাবানল।

এএআর/

Exit mobile version