Site icon Jamuna Television

উইসকনসিনের থিম পার্কে ঘণ্টাব্যাপি উল্টে ছিল আরোহীভর্তি রোলারকোস্টার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি থিম পার্কে আনন্দ যেন মুহূর্তেই রূপ নিলো আতঙ্কে। সেখানে প্রায় এক ঘণ্টা উল্টো হয়ে আটকা পড়ে একটি রোলারকোস্টার। এতে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন কোস্টারে থাকা আরোহীরা। খবর রয়টার্সের।

ছুটির দিনে ফরেস্ট কাউন্টি ফেস্টিভ্যাল থিম পার্কে চলছিল বিভিন্ন রাইড। যার অন্যতম রোলার কোস্টার। সেটি একপাক ঘুরতেই উল্টো হয়ে আটকে যায়। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আটকে থাকে ৮ আরোহী। যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় সেটি চালুও করা যাচ্ছিল না।

১০০ ফুটের বেশি উচ্চতায় থাকা রোলার কোস্টার পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না পার্ক কর্তৃপক্ষ বা উদ্ধারকর্মীরা। শেষ পর্যন্ত পাশের শহর থেকে ফায়ার ব্রিগেডকর্মীরা এসে উঁচু মই বেয়ে উদ্ধার করেন আরোহীদের। রোমাঞ্চকর সেই উদ্ধার অভিযানের ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এএআর/

Exit mobile version