Site icon Jamuna Television

টাঙ্গাইলে বাসের চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত, আহত ৪

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ আলী (৪০) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৩২)।

ধনবাড়ী থানার ওসি তদন্ত ইদ্রিস আলী জানান, আজ সকাল ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী নিহত হয়। আহত হয় ৪ জন।

তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএআর/

Exit mobile version