Site icon Jamuna Television

চোখ ধাঁধানো আয়োজনে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

ছবি: সংগৃহীত

চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। মঙ্গলবার (৪ জুলাই) হোয়াইট হাউস থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

সন্ধ্যায় ন্যাশনাল মল এবং লিংকন মেমোরিয়ালের কাছে হাজির হন হাজার-হাজার মানুষ। ১৭ মিনিট ধরে চলে নজরকাড়া আয়োজন।

এছাড়া নিউইয়র্কে পোড়ানো হয় ৬০ হাজার রঙ্গিন আতশবাজি। ইস্ট রিভারের দুই প্রান্তেই ছিল দৃষ্টিনন্দন উপস্থাপনা। ১৭৭৬ সালের ৪ জুলাই, কংগ্রেসে অনুষ্ঠিত ভোটাভুটিতে গৃহীত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। ১৩টি ব্রিটিশ উপনিবেশ নিজেদের স্বাধীন ও সার্বভৌম ঘোষণা করে। গঠিত হয় যুক্তরাষ্ট্র।

এএআর/

Exit mobile version