Site icon Jamuna Television

ডেঙ্গুর প্রাদুর্ভাবে দিন দিন সংকট বাড়ছে: তাপস

যে এলাকায় ডেঙ্গু রোগী বেশি, সেসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবে দিন দিন সংকট বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।

বুধবার (৫ জুলাই) রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে ব্যাপক কাজ চলছে। তারপরও গত ঈদে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। পান্থপথ বক্স কালভার্ট ও কারওয়ানবাজার এলাকার পানি যেন সহজে নামতে পারে সে পরিকল্পনা করা হচ্ছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান মেয়র তাপস।

/এমএন

Exit mobile version