Site icon Jamuna Television

বাংলাদেশকে কারও কাছে হাত পেতে চলতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কারও কাছে হাত পেতে চলতে হবে না, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

বুধবার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আরও বলেন, বাংলাদেশ যেনো আর পিছিয়ে না পড়ে সেভাবেই সরকার দেশ গড়ে তুলতে কাজ করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একটা সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। রূপকল্প বাস্তবায়ন করে বর্তমানে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ।

সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রশিক্ষণকে গুরুত্ব দেয় সরকার। তাই মিলিটারি একাডেমিসহ প্রতিটি প্রতিষ্ঠানই এখন উন্নত।

/এমএন

Exit mobile version