Site icon Jamuna Television

গাজা উপত্যকায় ইসরায়েলের রকেট হামলা

গাজা উপত্যকায় এবার রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (৫ জুলাই) ভোর থেকে শুরু হয় আগ্রাসন। খবর রয়টার্সের।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা এবং অস্ত্রাগার ছিল টার্গেট।

নেতানিয়াহু প্রশাসনের অভিযোগ, বুধবার প্রথম প্রহরেই গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোঁড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবগুলো ধ্বংস করা হয়েছে। তবুও ইসরায়েলি শহর দেরত এবং আশপাশের এলাকায় বাজানো হয় সাইরেন। বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানায় প্রশাসন।

এ হামলার ব্যাপারে কেউ দায় স্বীকার না করলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকেই দুষছে ইসরায়েল।

/এমএন

Exit mobile version