Site icon Jamuna Television

সাতক্ষীরায় বাসচাপায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

দুর্ঘটনার পর নিহত আকরাম আলীর মোটর সাইকেল।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে বাসের চাপায় আকরাম আলী (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও পালিয়েছে বাসের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম আলী মোটর সাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে যাত্রীবাহী বাসটির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি মোটর সাইকেলের ওপর দিয়ে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আকরাম আলী।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে তবে বাসের ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ দিলে এ ব ইয়হাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version